নানিয়ারচরে চেয়ারম্যান নির্বাচিত হলেন অমর জীবন

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল রাঙামাটির নানিয়ারচর ও লংগদু উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে নানিয়ারচরে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অমর জীবন চাকমা। লংগদুতে চেয়ারম্যান পদে এগিয়ে আছেন বাবুল দাশ (বাবু)। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও লংগদুর একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষেরই দুজন আহত হন। নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৬ হাজার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অমর জীবন চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জ্যোতিলাল চাকমা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৩৪ ভোট। অন্য দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৩২ ভোট এবং দোয়াতকলম প্রতীকে রুপম দেওয়ান পেয়েছেন ৯৭৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ৭ হাজার ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুজিত তালুকদার। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিনয় কৃঞ্চ খীসা বই প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৫৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১০ হাজার ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অনিতা চাকমা। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৪৩ ভোট। নানিয়ারচর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৬৮৯ জন।

লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে এগিয়ে আছেন বাবুল দাশ (বাবু)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে দ্বিতীয় পর্যায়ে রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকের প্রার্থী রকিব হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী ফাতেমা জিন্নাহ এগিয়ে আছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬১ হাজার ২৬৩ জন। ভোটকেন্দ্র ছিল ২৩টি। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হলেও রাত ১১টাতেও সবকেন্দ্রের ফলাফল ঘোষণা করতে পারেননি সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির দুই উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
পরবর্তী নিবন্ধউত্তাপ কম, তবু কেন ঘামছে মানুষ