রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলিখীল গ্রামে মো. আয়ান শাওন নামের তিন বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শাওন মার সাথে আইলিরখলিে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সে পৌরসভার ৫নং ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সী বাড়ির দুবাই প্রবাসী আরফাত সানির পুত্র। গতকাল মঙ্গলবার মারা যাওয়া শিশুর দাফন হয় বাবার বাড়িতে। স্থানীয়রা জানিয়েছে সোমবার বিকালে খেলতে গিয়ে নানার বাড়ির একটি পুকুরে পড়ে শিশুটি মারা যায়। পরে স্থানীয়রা তার ভাসমান দেহ উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।