নানা কর্মসূচিতে রাউজানের গহিরায় পালিত হয়েছে কুণ্ডেশ্বরী পূজা। শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ এর সময় থেকে পালন করা আসা এই পূজা ধারাবাহিকতা রক্ষা করছেন তাঁর দৌহিত্রগণ। গত ৩০ অক্টোবর দিনব্যাপী আয়োজনকে ঘিরে ছিল ওই এলাকায় লোকে লোকারণ্য। বিরাট এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা। ধর্মীয় গুরুদের মন্ত্রপাঠের মাধ্যমে শুরু হয় পূজার অনুষ্ঠানিকতা। এসময় মন্দিরে প্রার্থনায় অংশগ্রহন করেন শহীদ বুদ্ধিজীবি পরিবারের পক্ষে চন্দন সিংহ, রাজীব সিংহ,বাসুদেব সিংহসহ পরিবারের সদস্যরা। ধর্মসভায় সভাপতিত্ব করে রণজিৎ বিশ্বাস। দুলাল বরণ দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নীরোদ বরণ দে, আশুতোষ দে, দীলিপ মল্লিক, বিনোদ ভৌমিক, প্রসুন ঘোষ, বিপ্লব দাশ, অনিল দে, চন্দন চক্রবর্তী, বিপ্লব মল্লিক, শানু দত্ত, শিমুল সিংহ, বসু চৌধুরী প্রমুখ।












