মাস্টার লেইন সমাজ কল্যাণ পরিষদ : ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ রেলওয়ে কর্মচারীদের আবাসিক এলাকাতে ঐতিহ্যবাহী মাস্টার লেইন এলাকায় রেল কর্মচারীদের জনকল্যাণে ও এলাকার কিশোর ও যুব সমাজ কে ক্রীড়া ও সংস্কৃতি মুখী করে গড়ার লক্ষে ১৯৮৩ সালে গঠিত হয় মাষ্টার লেইন সমাজ কল্যাণ পরিষদ। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি সমাজের নানা সেবামূলক কর্মকান্ড সহ এলাকার সার্বিক উন্নতি করণের লক্ষে বছর ব্যাপী নানা কর্মসূচী পালন করে আসছে। এবারও মহান বিজয় দিবস উপলক্ষে ২ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করে। কর্মসূচীর ১ম দিনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী সূচনা করা হয়। সকাল ১০টায় মা ও শিশু হাসপাতালের পরিচালক পদপ্রার্থী ডাঃ শাহনেওয়ার সিরাজ মামুন ও যুব রাজনীতিবিদ হেলাল হোসেন বেলুন উড়িয়ে বর্ণাঢ্য বিজয় র্যালী উদ্বোধন করে র্যালীটি মাষ্টার লেইনের বিভিন্ন এলাকায় প্রদক্ষীণ শেষে শহীদ শাহ জাহান মাঠ সংলগ্ন শহীদ স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। বিকাল ৩টা হতে বাদ মাগরিব আগ পর্যন্ত বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। কর্মসূচীর ২য় দিনে বিকাল ৩টায় ৩ শতাধিক শিশু–কিশোরদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি আঁকা প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের চিত্রাংকন প্রশিক্ষক কাশফা পারভীন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরষ্কার ও ক, খ ও গ বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়। বাদ মাগরিব হতে জাতীয় শিশু–কিশোর সংগঠন মৈত্রী খেলা আসরের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মাহবুবুল আলীর সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন। বিজয় দিবসের আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫–বি৪ এর প্রাক্তণ জেলা গর্ভনর লায়ন শাহ আলম বাবুল, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুর রহমান স্বপন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন দীপ্তি, মা ও শিশু হাসপাতালের পরিচালক পদপ্রার্থী ডাঃ শাহনেওয়ার সিরাজ মামুন, আরো বক্তব্য রাখেন যুব নেতা মোঃ হেলাল হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোঃ মাঈন উদ্দিন মামুন প্রমুখ। অনুষ্ঠানে মাষ্টার লেইন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ হতে মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীও প্রদান করা হয়।
১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি : মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি করেছে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি। গত সোমবার দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি নবাবখানের নেতৃত্বে অনুষ্ঠিত এই র্যালি উপস্থিত ছিলেন হাজি মো. ইলিয়াস মিয়া, মো. ওমর ফারুক, মো. শফিক, মো. জব্বার, মো. সুমন, মো বেলাল, মোর্শেদ, আবদুল কাদের, আইয়ুব খান, মো. ইসমাইল, মো. সোহেল, সাজ্জাদ খান প্রমুখ।
হাটহাজারীর নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ–উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিএনসিসি ক্যাডেটদের গার্ড অব অনার, রোভার স্কাউট, রেঞ্জার এবং রেড ক্রিসেন্ট দলের শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন দিনের কর্মসূচির সূচনা করেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক এস. এম. কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জহির উদ্দীন ছিদ্দিকী শাহিন। অনুষ্ঠানে অধ্যাপক মোসফেকা চৌধুরী এবং অধ্যাপক মো. ইয়াছিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন এবং কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সদ্য ল্যাফটেনেন্ট পদে পদোন্নতি প্রাপ্ত অধ্যাপক নাছির উদ্দীন আহামদকে বিএনসিসির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন প্লাটুন কমান্ডার ড. দোলন কান্তি ভট্টাচার্য। অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ও অধ্যাপক সৈয়দ মো. জিয়াউল হকের নির্দেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ক্রীড়া শিক্ষক মো. জানে আলমের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ছাত্রছাত্রী, শিক্ষক–কর্মচারী, কলেজ এডহক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় অভিভাবকদের নিয়ে অধ্যক্ষ বীর বাঙালির অহংকার মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
বাকলিয়া থানা তাঁতীদল : মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মালেকের উদ্যোগে এক বিশাল র্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন তাঁতীদলের সেক্রেটারি মোঃ ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মাসুম, সাবেক যুবদল নেতা আসাদুর রহমান টিপু। এতে আরো উপস্থিত ছিলেন মহিলা তাঁতীদল বাকলিয়া থানা সভাপতি শিরিন বেগম, সাধারণ সম্পাদক বকুল, সিনিয়র সহকারী আছমা বেগম, সিনিয়র সহকারী নার্গিস। পরে বিশ্বরোড কালা মিয়া বাজার, দক্ষিণ বাকলিয়া, পূর্ব বাকলিয়া এ্যাক্সেস রোড দেওয়ান বাজার ডিসি রোড হয়ে র্যালি ঘুরে আনুষ্ঠানিকতা শেষ হয়।
উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি : ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর বিজয় র্যালি বের করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন আকবর কবির ডিউক, আনোয়ার হোসেন আনু, সুফী মোহাম্মদ ইব্রাহিম, মাসুদ রানা জাহিদ, সুলতান মাহমুদ সুমন প্রমুখ। ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কদমতলী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সুফী মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর কবির ডিউক। বক্তব্য রাখেন সুলতান মাহমুদ খান সুমন, আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা জাহিদ, আকরাম খান, ফারুক আহমদ।
শ্রীপুর–খরনদ্বীপ ইউনিয়ন বিএনপি : বোয়ালখালীর শ্রীপুর–খরনদ্বীপ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা গত ১৬ ডিসেম্বর জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আজিজুল হক চেয়ারম্যান। ইউনিয়ন বিএনপি নেতা আজিমুল কদরের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম, মোহাম্মদ আজগর, জাকির হোসেন, আজাদ খাঁন, জসিম উদ্দিন মেম্বার। আরো বক্তব্য রাখেন হাসান চৌধুরী মেম্বার, ইমরান আলী শাহরুখ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর, ত্রিদিপ চৌধুরী সুবল, তড়িৎ বড়ুয়া, বাদল চৌধুরী, আবু আক্তার, সাইমুল করিম সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ লোকমান, আতিকুল্লাহ অনু, এমদাদুল হক চৌধুরী লিটু, মনিরুল ইসলাম আজাদ, জানে আলম নান্নু, নজরুল ইসলাম তুহিন, জসীম উদ্দীন, আব্দুস সালাম, ইসমাইল হোসেন বাদশা হোসেন চৌধুরী, খোরশেদ আলম, আবুল ফয়েজ, অহিদুর রহমান, মোহাম্মদ রোকসার, মাহাবুল আলম কাজল, মিজানুর রহমান, সালাউদ্দিন, মোহাম্মদ মোরশেদ, আজিম, জাবেদ, আমির হাসান শিমুল, জুবায়েত আকবর, ইমরান রানা, আবু মুসা আসিফ, তারেকুল আলম, মোহাম্মদ ইফাস প্রমুখ।
আকবরশাহ থানা যুবদল : মহান বিজয় দিবস উপলক্ষে আকবর শাহ থানা যুবদলের আয়োজনে বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি নগরের বেশ কয়েকটি সড়ক পদক্ষিণ করে আকবরশাহ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুল আলম ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সংগঠক আবুজাফর মোহাম্মদ ছাদেক। চট্টগ্রাম মহানগরীর জিয়া মঞ্চের যুগ্ম সম্পাদক মোঃ সানজিদ, মহানগর আকবরশাহ থানা সাবেক যুবদলের সংগঠক সাবউদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপি সংগঠক সফিউল্যা সফি, মোঃ রহিম, মোঃ ইমতিয়াজ, মেহরাজ, করিম, সোলেমান, জসিম, নুর ইসলাম, শরীফ, সিজান, বাবু, মনির, ধনু বড়ুয়া, রুবেল, সুজনসহ এলাকার সকল যুবদলের নেতাকর্মীরা।
ডলফিন ক্লাব : মুহুরী পাড়ার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ডলফিন ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান আল জাবের ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় ক্লাব সম্মুখে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কৃতি ছাত্র–ছাত্রী সংবর্ধনা (ওহাব ফাউন্ডেশনের সৌজন্যে) এবং সমপ্রতি ক্লাবে ভর্তিকৃত নতুন সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক এম জয়নাল আবেদিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা চেয়ারম্যান এডভোকেট মোঃ আলম প্রধান অতিথির বক্তব্যে ডলফিন ক্লাবের আয়োজনের ভুয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা সচিব আলী আবছার, উপদেষ্টা মোঃ জহুরুল হক, মোঃ মহিউদ্দিন চৌধুরী , সহ–সভাপতি এম.পারভেজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদ হালিম ইমন, বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক সহ–সভাপতি মোঃ ইউসুফ চৌধুরী বাবু, সচিব মোঃ আনিসুল ইসলাম, সমন্বয়ক মোঃ আরিফুর রহমান টিপু। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ মাহফুজুল হক, মোঃ ফরিদুল আলম, মোঃ শওকত, মোঃ মাসুদ পারভেজ, মোঃ ইলিয়াস রেজা মুরাদ,অর্থ সম্পাদক মোঃ ওসমান গনি সাগর, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইসফাক হোসেন সাদ্দাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শান্ত, প্রচার সম্পাদক মোঃ দিদারুল আলম, কার্যকরী সদস্য হামিম ইবনে হোসাইন, কামরুদ্দিন নুরাদ, সাব্বির আহমেদ নিশান, মোঃ রিদোয়ান আহমেদ শাহেদ, মোঃ দেলোয়ার হোসেন, সদস্য মোঃ সরওয়ার হোসেন, মোঃ হাসান মুরাদ, মোঃ নজরুল ইসলাম তৌসিফ, মোঃ খালেদ, মোঃ হাসান, মোঃ শহীদুল ইসলাম, মোঃ বোরহান উদ্দীন সাদমান, মোঃ মাহবুব প্রমুখ।
চট্টগ্রাম মহানগর ইসলামিক ফ্রন্ট : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ১৬ ডিসেম্বর বেলা ১১টায় চেরাগী মোড় সালমা ভবন ২য় তলাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচোক হিসেবে উপস্থিত ছিলেন– ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। ডাঃ মাওলানা হাসমত আলী তাহেরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– ইলিয়াস খান ইমু, যুব ফ্রন্ট নেতা সাইফুল ইসলাম লিটন, মোরশেদুল আলম, ছাত্র সেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক–ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, শহিদুল ইসলাম, ওমর আল ফারুক, মোহাম্মদ রিজভি প্রমুখ।