একুশে পদকে ভূষিত বিশিষ্ট নাট্যজন আহমেদ ইকবাল হায়দারকে সংবর্ধনা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান তাকে উত্তরীয় ও ক্রেস্ট তুলে দেন।
জেলা প্রশাসক বলেন, আহমেদ ইকবাল হায়দারকে একুশে পদক প্রদানের মাধ্যমে চট্টগ্রামবাসীকে সম্মানিত করা হয়েছে। এটা চট্টগ্রামের সর্বস্তরের নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীদের জন্য গর্বের বিষয়। আহমেদ ইকবাল হায়দার বলেন, একুশের এ পদক চট্টগ্রামের নাট্যচর্চা আরো বেগবান ও বিকশিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সহসভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর, মঈন উদ্দিন কোহেল, নির্বাহী সদস্য জেসমিন সুলতানা পারু, কাবেরী সেনগুপ্তা, অঞ্চল চৌধুরী, বাপ্পা চৌধুরী, কঙ্কন দাশ, মোস্তফা কামাল যাত্রা, চৌধুরী ফরিদ, সাইদুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।