নাট্য সম্ভারে আজ অরিন্দমের ‘কবি’

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে ৯দিন ব্যাপী নাট্যোৎসব নাট্য সম্ভারের ৩য় দিন গতকাল প্রসেনিয়াম মঞ্চস্থ করে বাদল সরকার রচিত ও মোকাদ্দেম মোরশেদ নির্দেশিত নাটক ‘সারারাত্তির’। আজ সোমবার নাট্য সম্ভারের ৪র্থ দিনে অরিন্দম নাট্য সমপ্রদায় পরিবেশন করবে তারাশঙ্কর বন্দোপাধ্যয় ও সায়মন জাকারিয়া রচিত ও শামীম হাসান নির্দেশিত নাটক ‘কবি’ নতুন দর্শক সৃষ্টি, নিয়মিত নাট্যচর্চার অংশ হিসেবে চট্টগ্রাম গ্রুপথিয়েটার ফোরামের উদ্যোগে এই আয়োজন।

নাট্যঅনুরাগী দর্শকদের প্রতিদিনের নাটক দেখার আমন্ত্রণ। নাটকের টিকেট প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধ‘তাণ্ডব’: রহস্য বাড়ালেন শাকিব
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.০১ কোটি টাকা