নাটকের নতুন দল ‘প্রসেনিয়াম’

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ‘ প্রসেনিয়াম’ নামে নাটকের নতুন একটা দল আত্মপ্রকাশ করে গত ২৫ অক্টোবর। চট্টগ্রাম শিশু একাডেমি মঞ্চে শিল্পী শান্তনু বিশ্বাস স্মরণে ‘জন্মের শুভক্ষণ’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে শান্তনু বিশ্বাস রচিত কবিতা, গদ্য ও নাটকের অংশ পাঠ করা হয় ও তাঁর গান পরিবেশন করা হয়। পাঠে ছিলেন শিমুল সেনগুপ্ত, রাশেদ হাসান এবং ফারহানা আনন্দময়ী। গান গেয়েছেন অজয় চক্রবর্তী ও এশা। দ্বিতীয় পর্বে ‘প্রসেনিয়াম’এর আত্মপ্রকাশের ঘোষণা দেন অনুষ্ঠানের সঞ্চালক নাট্যকর্মী মিশফাক রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক সাইফুল আলম বাবু। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী বছর মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটকের মঞ্চায়নের মাধ্যমে প্রসেনিয়াম যাত্রা করবে। প্রসেনিয়াম নাটকের দলের সাথে যুক্ত হয়েছেন শিমুল সেনগুপ্ত, মিশফাক রাসেল, রাকিবুল কামাল, ফারহানা আনন্দময়ী, দিদারুল আলম, মিতাশা মাহরীন, আজমল নবীন ও নরেন আবৃত্তি একাডেমির নাট্যকর্মী সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিমদের পাশে বাকলিয়া লায়ন্স ক্লাব
পরবর্তী নিবন্ধকলাউজানে যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী