নাটকীয়ভাবে হেরে গেছে সাকিবের সারে

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চরম ব্যাটিং ব্যর্থতায় কাউন্টি লিগে হেরে গেল সাকিবের দল সারে। অথচ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় নাটকীয়ভাবে হারতে হয়েছে ম্যাচটি সারেকে। ৩ উইকেটে ৯৫ থেকে নাটকীয় ব্যাটিং ধসে সারের স্কোর হয়ে গেল ৮ উইকেটে ১০১। দলটির হার মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। তবে নবম উইকেট জুটিতে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ম্যাচ বাঁচানোর আশা জাগালেন জর্ডান ক্লার্ক ও কেমার রোচ। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। দিনের কয়েকটা মিনিট বাকি থাকতে তিন বলের মধ্যে শেষ ২ উইকেট তুলে নিয়ে সমারসেটকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। এই ম্যাচ দিয়ে ১৩ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার সারের হয়ে বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ধরেন ৫ শিকার। তবে ব্যাটিংয়ে ব্যর্থ তিনি দুই ইনিংসেই। প্রথম ইনিংসে ২৪ বলে করেন ১২, দ্বিতীয় ইনিংসে ৫ বলে শূন্য। রান তাড়ায় ৪৭ বলে শূন্য করেন ক্লার্ক। ৩০ বলে শূন্য রানে অপরাজিত থাকেন রোচ।

টন্টনে বৃহস্পতিবার ম্যাচের শেষ দিন সমারসেটের শেষ উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন সাকিব। এরপর ২২১ রানের লক্ষ্য তাড়ায় সতর্ক শুরু করেন ররি বার্নস ও ডব সিবলি। ২২তম ওভারে বার্নসের বিদায়ে ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। সেখান থেকে ৪৬ রানে যেতে আরও দুই ব্যাটসম্যানকে হারায় সারে। চতুর্থ উইকেট জুটিতে সিবলি ও বেন ফোকস কাটিয়ে দেন প্রায় ৩০ ওভার। ৪৯ রানের এই জুটি ভাঙার পরই ধস নামে তাদের ব্যাটিংয়ে। লিচ পরপর দুই ওভারে ফিরিয়ে দেন দুই থিতু ব্যাটসম্যানকে। সিবলি ১৮৩ বলে করেন ৫৬ রান, ফোকস ১০০ বলে ২০। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে, ১৮ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার আর্চি ভন নিজের টানা তিন ওভারে তুলে নেন তিন উইকেট। এর মধ্যে আছেন সাকিবও। অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে যুদ্ধে জড়াবে পশ্চিম : পুতিন
পরবর্তী নিবন্ধমেসির পর্যায়ে পৌঁছানো ইয়ামালের পক্ষে অসম্ভব