বিশ্ব নাট্য দিবস উপলক্ষে গতকাল রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে বিশ্ব নাট্য দিবস পালন করা হয়। এ উপলক্ষে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শুরু হয় কথামালা, নাটকের গান ও নাটক মঞ্চায়ন। নাটক মঞ্চায়ন করেন শিল্পকলা একাডেমি নাট্যকলা বিভাগ ‘মুক্তিযুদ্ধ ও এক দম্পতির গল্প’। রচনা ও নির্দেশনায় জোবায়দুর রশীদ। নাট্যদিবসের বাণী পাঠ করেন নাট্যজন কাজল সেন। কথামালায় অংশ নেয় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, অধ্যাপক সনজীব বড়ুয়া, আকবর রেজা, মুহাম্মদ শাহ আলম, শুভ্রা বিশ্বাস, খালেদ হেলাল, তাপস শেখর, সুচরিত চৌধুরী টিংকু, রূপেশ কান্তি দে, মোহাম্মদ আলী টিটু, নৃত্যশিল্পী প্রমা অবন্তী, স্বপন দাশ, অপু বর্মন। বক্তারা বলেন নাটক একদিকে যেমন আমাদের শিল্পবোধ প্রকাশের মাধ্যম তেমনি অন্যদিকে প্রতিবাদেরও ভাষা। প্রেস বিজ্ঞপ্তি।