নাজুক বেড়িবাঁধ, মাটি দিয়ে উঁচু করছেন এলাকাবাসী

সীতাকুণ্ডের সৈয়দপুর

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাস থেকে রক্ষায় বেড়িবাঁধের ৫টি অংশে মাটি দিয়ে ভরাট করছে এলাকাবাসী। আর এতে সহযোগিতা করছেন এলাকার ইউপি চেয়ারম্যান।

সৈয়দপুরের মধ্যধারী ও উত্তর বগাচতর এলাকার বাসিন্দারা বলেন, ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত ঘোষণার পর গত শুক্রবার রাত থেকেই তারা বিভিন্ন প্রস্ততি নিয়ে রেখেছেন। নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনে তারা আশ্রয়কেন্দ্রে যাবেন। তবে জলোচ্ছ্বাসের সময় তাদের বসতঘরে যাতে পানি না উঠে তার জন্য মাটি দিয়ে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভরাট করে দেয়া হচ্ছে।

পশ্চিম সৈয়দপুরের বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পরই ঘরের খুঁটি, চালা রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে টানা দিয়েছি। পরিস্থিতি বেশি খারাপ হলে ঘরে তালা দিয়ে আশ্রয়কেন্দ্রে চলে যাব। তবে বাড়িঘরে পানি যাতে না উঠে সেজন্য নিজেদের উদ্যোগেই বাঁধ সংস্কার করা হচ্ছে।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী বলেন, আমার ইউনিয়নে বেশ কয়েকটি স্থানে বাঁধ ভাঙা আছে। মধ্যধারী, উত্তর বগাচতর, মহানগর গ্রামে প্রায় ৭ শতাধিক পরিবার বাস করছে। ওই এলাকার খালের পাড়ে বাঁধের অবস্থা খুবই নাজুক। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে যেন ক্ষতি না হয়, সে জন্য মাটি দিয়ে বাঁধ উঁচু করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া-পেকুয়ায় আশ্রয়কেন্দ্রমুখী মানুষ, প্রস্তুত প্রশাসন
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় মোখায় চবির ক্লাস-পরীক্ষা স্থগিত, ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত আজ