নাজিরহাটে মিয়া চৌধুরী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার হালদা নদীর চরে মরহুম মিয়া চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলায় টাইব্রেকারে কুম্ভারপাড়া ফুটবল একাদশকে হারিয়ে চৌধুরী বাড়ী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। কুম্ভারপাড়া যুব ছাত্র ঐক্য পরিষদ আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কলামিস্ট এ কে জাহেদ চৌধুরী। বাদশা আলম সওদাগরের সভাপতিত্বে অতিথি ছিলেন এম. মোরশেদ মুন্সি, ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন, আব্দুল ওহাব, আরিফ উদ্দিন, জসিম উদ্দিন, পারভেজ চৌধুরী, মুন্না চৌধুরী, মারুফ প্রমুখ। সঞ্চালনা করেন এমরান উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধ‘মহাভারতের’ জন্য এখনো প্রস্তুত নন আমির
পরবর্তী নিবন্ধইসলামিক সলিডারিটি গেমসের টিটি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ