নাজিরহাটে অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:২৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট বাজারে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ, নাজিরহাট মরা খাল উদ্ধার এবং যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়েছে।

গত ২৯ জুলাই এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। এসময় পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী উপস্থিত ছিলেন। জানা যায়, নাজিরহাট বাজারে ফুটপাত দখল করে যেসব দোকান এবং স্থাপনা গড়ে উঠেছে ওইসব উচ্ছেদ করা হয় এবং উচ্ছেদের জন্য ৩ দিন সময় দেয়া হয়।

এছাড়া নাজিরহাট বাজারের ভেতর মরাখাল উদ্ধারের লক্ষ্যে খালের উপর যেসব দোকান স্থাপনা গড়ে উঠেছে এসব উচ্ছেদের জন্য ৭দিন সময় দেয়া হয়েছে। অন্যদিকে নাজিরহাট ঝংকার মোড় এলাকার উত্তর, পূর্ব এবং দক্ষিণ পাশে ১৫০ ফিট জায়গায় কোন গাড়ি পার্কিং না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ ব্যাপারে এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন বলেন, বাজারে ফুটপাত দখল, উপ দোকান স্থাপন এবং নাজিরহাট খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা না সরালে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে। নাজিরহাট ঝংকার মোড় দখল মুক্ত করতেও নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, বাজার কমিটির সভাপতি মো. নাসির, নাজিরহাট পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, ইঞ্জিনিয়ার রাজীব বড়ুয়া, আহমেদ মাজিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা
পরবর্তী নিবন্ধশুটিংয়ে ভারতকে আরো একটি পদক জিতিয়ে ইতিহাস গড়লেন মানু