ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান গত ৩ মে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি।
স্মার্ট পৌরসভা বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, বিএলএফ কমান্ডার আনোয়ারুল আজিম, ফটিকছড়ি থানার ওসি মাসুদ ইবনে আনোয়ার, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী, নাজিরহাট কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল হুদা, নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম প্রমুখ। কাউন্সিলর জয়নাল আবেদীনের সঞ্চালনায় কোরান তেলাওয়াত করেন কাউন্সিলর মঞ্জুর মিয়া। বক্তব্য রাখেন কাউন্সিলর মো. আলী, মো. সোলেমান ও বিদায়ী কাউন্সিলর ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, পৌর প্রকৌশলী রাজিব বড়ুয়া, মহিলা কাউন্সিলর ছলিমা আকতার, রহিমা বেগম, হাছিনা মমতাজ, জয়নাল আবেদীন, আমান উল্লাহ, মো. ওসমান, মো. শাহজাহান, মেম্তাফা কামাল ও মো. এয়াকুব। প্রসঙ্গত, গত ১৬ মার্চ নাজিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।