নাজনীন হাসান খানের পরিচালনায় ‘ভেজাল কাদের’

| রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

এবার ধারাবাহিক নাটক নির্মাণ করলেন নাট্য নির্মাতা নাজনীন হাসান খান। রাজীব মণি দাসের রচনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। খবর বাংলানিউজের।

বিশেষ একটি চরিত্রে রয়েছেন মৌসুমী হামিদ। এর গল্প প্রসঙ্গে জানা গেছে, কাদের গ্রামের সাধারণ মানুষকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করতে চায়। এজন্য সে নিজেকে সবজান্তা মনে করে। তবে, এ যাবৎ সে যতগুলো পরামর্শ দিয়েছে, অধিকাংশই হিতেবিপরীত হয়েছে।

এদিকে গ্রামের হাফ মেন্টাল আনু সারাদিন সাধারণ মানুষকে বিরক্ত করে আনন্দ পায়। আনু কবিতাকে নিয়েও স্বপ্ন দেখে। যদিও আনু পাগলার কাণ্ডকীর্তি কবিতা মোটেও পছন্দ করে না। নাটকটি প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, হাসির উপজীব্য করে মানুষের জীবন দর্শন নাটকের মাধ্যমে প্রকাশ করা সত্যিই ভালো লাগার বিষয়। নাট্যকার রাজীব মণি দাস বলেন, আমাদের সমাজে কেউ কিছু করতে গেলে প্রথমেই মানুষ তীরস্কার করা শুরু করে। এতে ঐ ব্যক্তি বাধাগ্রস্ত হয় এবং ক্ষেত্র বিশেষে তার গতিপথ থেকে সরে আসে। ভেজাল কাদের তার ব্যতিক্রম। সে অনড়, দৃঢ়প্রতিজ্ঞ। আর তাই পরামর্শ দিয়ে এক সময় সে সফলতা লাভ করে।

ধারাবাহিক নাটকটি শিগগিরই প্রচারে আসবে। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারেক স্বপন, রকি খান, রেবেকা রউফ, কাজী রাজু, আশরাফুল আশীষ, ফরিদ হোসাইন, ফাহমিদা রহমান তৃষা, এবি রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধসুরধারার পঞ্চকবির গানে মুখর টিআইসি