পটিয়ার আশিয়াস্থ এস এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসার আয়োজনে ৫ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলের ৪র্থ দিন গত ২৭ অক্টোবর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এম এ রহিমের সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন শাহজাদা মুফতি ছৈয়দ সাইফুল ইসলাম বারী। বিশেষ ওয়ায়েজ ছিলেন প্রভাষক মুফতি ছৈয়্যদ হামিদুল হক আলকাদেরী। মৌলানা আনোয়ারুল আজিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, মাওলানা এরফানুল করিম সিদ্দিকী, নুরুল আবছার চৌধুরী মেম্বার, রফিক খান, মোকাম্মেল হক তালুকদার, নুরুল হক মেম্বার, ছৈয়্যদ রফিক আহম্মদ জসীম, ফজল আকবর চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবু সরোয়ার, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা ফখরুদ্দিন, হাফেজ লিয়াকত আলী, মাস্টার ইকবাল হোসেন, মাস্টার মহিউদ্দিন, মাস্টার সাইফুদ্দিন, আবুল ফয়েজ মামুন, মোহাম্মদ মিয়া সওদাগর, হাবিবুল্লাহ, আব্দুল মাবুদ, নুরুল আলম, মাসুদ করীম, সোলাইমান বাদশা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।