বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে নৃত্যশিল্পীদের জীবনে এসেছে অস্বাভাবিক পরিবর্তন। বন্ধ হয়ে গেছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান না থাকায় আয় নেই অনেকেরই। করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে কেমন চলছে নৃত্যশিল্পী বা প্রশিক্ষকদের জীবন? বর্তমানে নৃত্যর স্কুল বন্ধ থাকায় বাসায় কি করছেন নৃত্যশিল্পীরা? এসব প্রশ্নের উত্তর দিলেন নৃত্যশিল্পী ও শিক্ষক অনন্যা ওয়াফি রহমান। অনন্যা বলেন, বর্তমানে এমনিতে অনেক অনলাইন নৃত্য প্রতিযোগিতায় ভারত ও বাংলাদেশের বিচারক হিসেবে কাজ করছি। বিভিন্ন অনুষ্ঠানে লাইভ এ আমন্ত্রণে আলাপ করছি। আর সবচেয়ে বেশি মিস করছি আমার প্রিয় শিক্ষার্থীদের, সহকর্মীদের। আসলে সারাদিন কাজ করে সময় যায়। কিন্তু বর্তমানে ঘর বন্দি, তাই সময় যেন কাটে না। খবর বিডিনিউজের।