ফ্রোবেল একাডেমির বার্ষিক কনসার্ট সমপ্রতি শাহ্ আলম বীর উত্তম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুরা গান, নাচ ও অন্যান্য উপস্থাপনার মাধ্যমে তাদের বিদ্যালয়ের মূল্যবোধগুলোকে তুলে ধরে এবং অভিনয়ের মাধ্যমে তুলে ধরে দেশীয় সংস্কৃতি। পাশাপাশি শিশুরা নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভেতর দিয়ে তাদের প্রতিপাদ্য বিষয়গুলো উপস্থাপন করে যেমন ‘প্লাস্টিককে না বলুন’,‘সুন্দর পৃথিবী নির্মাণে নারীদের অবদান’, ‘দশ নতুন আশার আলো পাচ্ছে ’ ইত্যাদি। বিদ্যালয় প্রধান নুসরাত খান উদ্বোধনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন এবং স্কুলের পরিচালক ও অধ্যক্ষ হাওরা ( তেহসিন) জোহাইর সমাপনী বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন এবং পরিচালক সাবিন আমির। স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
উল্লেখ যে ফ্রোবেল একাডেমীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে আলাদা করে রাখা হয়না। তাদেরকে একই শ্রেণিকক্ষে আর দশটা শিশুর মতই একই সাথে পাঠদান করা হয়। এ জন্য রয়েছে স্কুলে অত্যন্ত উন্নতমানের শিক্ষাব্যবস্থা। প্রেস বিজ্ঞপ্তি।