নাগরিকসেবা প্রাপ্তির স্বার্থে পৌরকর পরিশোধ করুন

ট্রেড লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রশাসক সুজন

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৯ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন নাগরিকসেবা সুনিশ্চিত করার স্বার্থে নগরবাসীকে হালনাগাদ পৌরকর পরিশোধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম, আলোকায়ন, রাস্তাঘাটের উন্নয়ন ও মেরামতের মত নাগরিক পরিসেবা প্রদানের মাধ্যমে নগরীকে সচল রাখতে পৌরকর প্রদান করা ছাড়া বিকল্প কোন পথ নেই।
তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর দুই নাম্বার গেইটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্স চত্বরে সিটি কর্পোরশেন রাজস্ব সার্কেল-১ এর অধীনে স্পট হোল্ডিং টেক্স সংগ্রহ ও ট্রেড লাইসেন্স প্রদানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা সাহেদা ফাতেমা চৌধুরীর (সিনিয়র সহকারী সচিব) সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাশেম (সিনিয়র সহকারী সচিব), কর কর্মকর্তা (হোল্ডিং) মহিউদ্দিন আহমদ চৌধুরী, জসীম উদ্দীন (লাইসেন্স) উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সুজন আরো বলেন, পৌর করের পাশাপাশি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স ইস্যু নেয়া একজন ব্যবসায়ীর দায়িত্ব। ব্যবসার প্রথম স্বীকৃতি হলো ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স না থাকা মানে ব্যবসার কোন স্বীকৃতি নেই। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা মানে অনেকটা ফুটপাথে অবৈধভাবে হকারি করার মত। কাজেই ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ আপনারা সারচার্জ মওকুফের সুযোগ নিয়ে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করে ফেলুন। তিনি পৌরকর ও ট্রেড লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যাতে কোন গ্রাহককে ভোগান্তি ও হয়রানির মুখোমুখি হতে না হয় সে বিষয়ে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে সেবা প্রদান করতে বলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুমাইয়া শোনালেন সাফল্যের গল্প
পরবর্তী নিবন্ধশোয়েবের বুকে ‘পদ্মা জয়ের’ পতাকা