সিএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনার ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলামকে গতকাল মঙ্গলবার সিএমপি কার্যালয়ে কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক বই উপহার দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, জাফর ইকবাল ও আবছার উদ্দিন অলি। এসময় পুলিশ কমিশনার বলেন, মেগা সিটি চট্টগ্রাম শহরের সকল নাগরিককে সেবা ও নিরাপত্তা দেওয়া আমার প্রধান কাজ। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনা, আইন–শৃঙ্খলার উন্নয়ন, কিশোর গ্যাং প্রতিরোধ, নিখোঁজ গুজব ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এখন থেকে সিএমপি কার্যালয় নগরবাসীর জন্য সবসময় ওপেন থাকবে। আমি সবার কথা শুনতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।