এই যেন মশার নগরী! বাস, বাসা, অফিস কোথায় নেই মশা? দিন-রাত মশার কামড়ে অতিষ্ঠ চট্টগ্রাম নগরবাসী। কয়েল, ইলেক্ট্রিক ব্যাট, স্প্রে দিয়েও কোন ভাবে মশার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বর্ষার শেষ থেকে চট্টগ্রাম নগরীতে মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। বরাবরের মতো চলতি বছরেও মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এইদিকে অতিমারি কোভিড-১৯‘র দুঃসময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সারাক্ষণ বাসায় অস্থান করায় মশা বাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুকসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনায় যথেষ্ট ব্যাঘাত ঘটছে। করোনার সময় মশা বাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদির রোগী বৃদ্ধি হলে আমাদের দেশের নড়বড়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যেতে পারে। তা ছাড়া করোনার কারণে অনেক পেশাজীবী আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণি চিকিৎসা ব্যয় মেটাতে পারবে না। অনেকে দীর্ঘমেয়াদী ঋণে জড়িয়ে পড়তে পারে। নগরবাসীর উচিত নিজেদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ফুলের টব, ভবনের চৌবাচ্চা ইত্যাদি যে সব স্থানে মশা প্রজনন করতে পারে সেগুলো পরিস্কার রাখা। মশা নিধনে সিটি কর্পোরেশনকে অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।
ইমরান হোসেন, চকবাজার, চট্টগ্রাম।