নাগরিক সমস্যা নিরসনে সিএমপি কমিশনারের সাথে সুজনের মতবিনিময়

| সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

মাদক, কিশোর গ্যাং এবং যানজট নিরসনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়ের সহযোগিতা চাইলেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা নিরসনে মতবিনিময় করেন সুজন।

এ সময় সুজন বলেন, চট্টগ্রাম নগরী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। সঙ্গত কারণেই বিপুল সংখ্যক জনসাধারণের বসবাস এ নগরীতে। নগরীর মাদক, কিশোর গ্যাং এবং যানজট নিরসনে পুলিশ কমিশনারের সহযোগিতা কামনা করেন সুজন। তিনি বলেন, রমজান মাসে বিকেলের দিকে গাড়ির চাপ বেশি থাকে, তাই বিকাল ৪টা থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা এবং সড়কের মোড়গুলোতে গাড়ি থামানো বা পার্কিং করে রাখা কঠোরভাবে বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদকের বেচাকেনা ও বিস্তার রোধে মাদক কারবারী এবং মাদকসেবীদের বিরুদ্ধে নগরজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করারও আহ্বান জানান তিনি। এছাড়া নগরীতে উদ্বেগজনক হারে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। ছিনতাই, ধর্ষণ, লুটপাট, মাদক ব্যবসা, খুন, অপহরণ ও যৌন হয়রানিসহ ভয়ংকর সব অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এদের উৎপাত থেকে নগরবাসীকে বাঁচাতে ফুট পেট্রোল চালু, থানার মোবাইল পেট্রোল টিম বৃদ্ধি করাসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য সিএমপি কমিশনারের প্রতি অনুরোধ জানান সুজন।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় আন্তরিকতার সাথে সুজনকে তাঁর দপ্তরে স্বাগত জানান। তিনি নাগরিক উদ্যোগ উত্থাপিত প্রতিটি প্রস্তাবনার সাথে সহমত পোষণ করেন। তিনি বলেন, এ নগরীর বিপুল সংখ্যক জনসাধারণের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক বিষয়গুলো নিয়ে পুলিশের সকল সদস্য অত্যন্ত আন্তরিক। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তার উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করছে। কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে পুলিশ কাজ করছে জানিয়ে নগরীর প্রতিটি থানাকে এ ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। মাদক কারবারী এবং মাদকসেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। মাদক কারবারীদের ধরতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জিরো টরালেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, সদস্য সচিব মো. হোসেন, মো. শাহজাহান, মো. সেলিম, অনির্বাণ দাশ বাবু, স্বরূপ দত্ত রাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া ও পাহাড়তলী থেকে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকদম মোবারক শাহী জামে মসজিদে খতমে তারাবী আজ