চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছয়টি নৌ-যুদ্ধের মহানায়ক নৌ-কমান্ডো আবু মুছা চৌধুরীকে রাষ্ট্রীয়ভাবে সম্মান ও স্বীকৃতি দেয়া সময়ের দাবি। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে নৌ-কমান্ডো আবু মুছা চৌধুরী স্মরণে নারায়ণহাট শিক্ষা কমপ্লেঙ মাঠে নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মেজবাহ উদ্দীন, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মো. শওকত আকবর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুরুল করিম, বিজিএমইএ সাবেক প্রথম সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, বিআউডিএস বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ড. মোহাম্মদ ইউনুস, প্রফেসর ড. ফটিক নাথ, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, সাংবাদিক মহসিন কাজী, নারায়ণহাট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের, মাওলানা জসিম উদ্দিন, লেখিকা রোমানা নাওয়ার প্রমুখ।