নাঈমকে দলে নেওয়ার ব্যাখ্যা অধিনায়কের

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

বিস্ময়করভাবে মোহাম্মদ নাঈম শেখের দলে আসা নিয়ে সমালোচনার মধ্যে একটা ব্যাখ্যা দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। এবার অধিনায়ক মোমিনুল জানান, ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানের টেস্ট দলে আসার কারণ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করলেন প্রেক্ষাপট। ‘সত্যি বলতে আমার আর কোনো ব্যাকআপ ওপেনার নেই। নাঈম আন্তর্জাতিক ক্রিকেট খেলার ভেতরে আছে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে হঠাৎ ঘরোয়া ক্রিকেট থেকে একজন খেলোয়াড় নিয়ে এলে হুট করে কাউকে নেওয়ার থেকে এমন কাউকে নেওয়া যায়, যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার ভেতরে আছে।’ তাহলে কি লাল বল, সাদা বলে খেলার কোনো অর্থ নেই। মোমিনুল দিলেন তারও ব্যাখ্যা। ‘অবশ্যই লাল বল, সাদা বলে খেলার বড় ভূমিকা থাকে। কিন্তু আপনার যখন ব্যাকআপ ওপেনার থাকবে না, তখন আল্টিমেটলি যে খেলার ভেতরে থাকবে তাকে অনুশীলন করিয়ে ক্যারি করবেন।’

পূর্ববর্তী নিবন্ধসাকিবের দিকে তাকিয়ে মোমিনুল হক
পরবর্তী নিবন্ধরাঙামাটিকে হারিয়ে চট্টগ্রাম জেলা দলের শুভসূচনা