নাইম শেখের সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেল ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে চারিদেনর ম্যাচের সিরিজে ভাল করতে না পারলেও ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। গত বৃহষ্পতিবার রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৪৪ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। নাইম শেখের ১০৩ ও সাব্বিরের ৬২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ২৭৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজাদের বোলিং তোপে ২৩৩ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ৪৪ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। শুরুতেই আউট হন সৌম্য। তবে দাপট দেখিয়ে খেলতে থাকেন নাইম শেখ। দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে গড়েন ৫৭ রানের জুটি। সাইফ আউট হন ১৯ রান করে। পরে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও নাইমের তৃতীয় উইকেট জুটিতে আসে ৯৩ রান। যেখানে মিঠুনের অবদান ২৮ রান। ইনিংসের ৩৩তম ওভারে আউট হন নাইম। তার ব্যাট থেকে আসে ১৪ চার ও ১ ছয়ের সাহায্যে ১০৩ রানের ইনিংস। সেঞ্চুরি পূরণের পর মাথার ওপর দিয়ে ব্যাট ঘুরিয়ে অন্যরকম এক উদযাপন করেন নাইম। পরের ওভারেই সাজঘরে ফেরেন অধিনায়ক মিঠুন। আর এতে খানিকটা চাপেই পড়ে যায় দল। সেখান থেকে শাহাদাত হোসেন দীপু ও সাব্বির রহমানের জুটি হয় ৬৯ রানের। দীপুর ব্যাট থেকে আসে ২৪ রান। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৬ চার ও ১ ছয়ের সাহায্যে ৫৮ বলে ৬২ রান করেন সাব্বির। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক ১২ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবিয়ানদের শুরুটা ছিল দুর্দান্ত। জশুয়া দা সিলভা ও তেজনারাইন চন্দরপল ২০ ওভারে গড়েন ৯৪ রানের জুটি। ৬০ বলে ৩৮ রান করে আউট হন চন্দরপল। অধিনায়ক জসুয়া দা সিলভা ফিরেন ৬৮ রান করে। তিনে নামা টেডি বিশপ কিছুক্ষণ টেনে নেন দলকে। তিনি কিছুক্ষন থাকলেও ফিরেছেন ৩১ রান করে। এরপর
২০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে ক্যারিবিয়ানরা। পরে ব্রায়ান চার্লসের অপরাজিত ৩২ ও লোয়ার অর্ডারদের লড়াইয়ে কিছুটা কমে ব্যবধান। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে বল হাতে ৯ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন মুকিদুল মুগ্ধ। পুরো ১০ ওভারের স্পেলে ৪৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা। এছাড়া রাকিবুল হাসান, সৌম্য সরকার ও খালেদ আহমেদের শিকার একটি করে উইকেট। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি আজ শনিবার একই মাঠে অনুষ্ঠিত হবে ।

পূর্ববর্তী নিবন্ধবিক্রি হয়ে গেছে কাতার বিশ্বকাপের ২৪ লাখ টিকিট
পরবর্তী নিবন্ধশোভনিয়া গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে মাদার্শা একাদশ