নাইজেরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমন করতে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্টকারী দেশটির কয়েকজন নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বুধবার প্রকাশিত ওই বিবৃতিতে বলেন, (নাম প্রকাশ না করা) ওইসব ব্যক্তি যাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন না। এমনকী তাদের পরিবারের সদস্যরাও ওই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আমরা নাইজেরিয়া এবং সারা বিশ্বে গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং সমর্থনে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ আমি নাইজেরিয়ার ওইসব ব্যক্তিদের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করছি যারা দেশটির আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করছেন। নিশ্চিতভাবে ওইসব ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন।