নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৮

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মসজিদে অন্তত ১৮ জনকে হত্যা করেছে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা। সোমবার স্থানীয় দুই বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
তারা জানান, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে মাশেগু স্থানীয় সরকারের আওতাধীন এলাকায় মাজা-কুকা সমপ্রদায়ের মধ্যে হাজির হয় হামলাকারীরা।
তারা এসে সোজা মসজিদে গিয়ে নামাজরত সবাইকে গুলি করে মারে, একজনও বাদ যায়নি, রয়টার্সকে বলেন স্থানীয় বাসিন্দা আবদুলগনিয়ু হাসান।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করে রাজত্ব হারালেন তিনি
পরবর্তী নিবন্ধবিক্ষোভে উত্তাল সুদান