নাইজেরিয়ায় ফের স্কুল শিক্ষার্থীদের অপহরণ

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:১১ পূর্বাহ্ণ

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কাদুনা রাজ্যে বন্দুকধারীরা অন্তত ৩০ স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে। পুলিশের একজন মুখপাত্র এবং প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। কাদুনা প্রদেশ পুলিশের মুখপাত্র মোহাম্মদ জালিজ অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন।
রয়টার্সের খবরে বলা হয়, ফেডারেল কলেজ অফ ফরেস্ট্রিতে এই ঘটনা ঘটেছে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সুনির্দিষ্টভাবে সেই সংখ্যা কেউ জানাতে পারেনি। কাদুনা রাজ্যের নিরাপত্তা কমিশনার সামুয়েল আরুয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও অপহৃত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা জানাতে পারেননি তিনি। তবে ফেডারেল কলেজ অফ ফরেস্ট্রি মেকানাইজেশনের একজন ছাত্র জানিয়েছেন, অপহৃতদের সবাই নারী শিক্ষার্থী। যদিও কর্তৃপক্ষ এটা নিশ্চিত করতে পারেননি। তবে অন্য কিছু শিক্ষার্থী জানিয়েছে, বন্দুকধারীদের আক্রমণের সময় কিছু তরুণী পালিয়ে যেতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডেও অ্যাস্ট্রাজেনেকার টিকাদান স্থগিত
পরবর্তী নিবন্ধমিয়ানমারে নিহত ৭০, অবরোধ আরোপের আহ্বান