নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ইভে’ বোকো হারামের হামলা

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৩২ পূর্বাহ্ণ

নাইজেরিয়ায় বড়দিনের আগের দিন সন্ধ্যায় বোকো হারাম জঙ্গিরা খ্রিস্টান অধ্যুষিত একটি গ্রামে হামলা চালিয়ে অন্তত সাত জনকে হত্যা করেছে, যাজকসহ সাতজনকে ধরে নিয়ে গেছে এবং একটি গির্জা জ্বালিয়ে দিয়েছে বলে জানায় সিএনএন। উত্তরের বর্ন রাজ্যের চিবুকের কাছে পেমি গ্রামে গত বৃহস্পতিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। বিবিসি অবশ্য হামলায় নিহতের সংখ্যা ১১ জন বলছে। খবর বিডিনিউজের।
চিবুকের স্থানীয় সরকারের সচিব গত শুক্রবার সিএনএনকে বলেন, বোকো হারাম পেমি গ্রামে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করে এবং এক যাজকসহ আরো সাতজনকে ধরে নিয়ে যায়। হামলার সময় তারা একটি গির্জা, একটি ওষুধের দোকান এবং বেশ কয়েকটি বাড়িও জ্বালিয়ে দেয়। চিবুক থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পেমি গ্রামের অবস্থান। ছয় বছর আগে এই চিবুক থেকেই দুইশ’র বেশি স্কুলছাত্রীকে অপরহণ করেছিল বোকো হারাম।
প্রত্যক্ষদর্শীদের একজন সিএনএনকে বলেন, পেমি গ্রামে বড়দিন উপলক্ষ্যে একটি ‘ইন্টারন্যাশনাল খ্রিস্টান ইয়ুথ অর্গানাইজেশন’র অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালেই বোকো হারাম জঙ্গিরা হামলা চালায়।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সেও শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন
পরবর্তী নিবন্ধকরোনা টেস্টের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল ১৫ জনের