নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৯৪

| বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৯৪ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আফ্রিকার দেশটির উত্তরে জিগাওয়া রাজ্যের মাজিয়া গ্রামে বিস্ফোরণটি ঘটে। পুলিশকে উদ্ধৃত করে গতকাল বুধবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। খবর বাংলানিউজের।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমাটি জানিয়েছে, স্থানীয়রা জ্বালানি উদ্ধারের জন্য জড়ো হয়েছিল। এ সময় তাদের কাছাকাছি পড়ে থাকা একটি বিধ্বস্ত জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে ৯৪ জনের মৃত্যু হয়। জিগাওয়া পুলিশের মুখপাত্র শিইসু লওয়ান অ্যাডাম বলেন, জ্বালানি বোঝাই ট্যাংকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্যাংকারটি ধাক্কা খেয়ে একটি ড্রেনেজ খাদে এসে পড়ে। এতো ট্যাংকারভর্তি জ্বালানি ক্রেনে পড়ে যায়। দুর্ঘটনার পর পর জ্বালানি সংগ্রহ করতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এ সময় দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৯৪ জন নিহত হয়েছেন। অন্তত আরও ৫০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় সাতটি বিমানে বোমা হামলার হুমকি
পরবর্তী নিবন্ধসেনাবাহিনীতে যোগ দিতে ১৪ লাখ তরুণ আবেদন করেছে : উত্তর কোরিয়া