নাইজারে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ৪০

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্দেহভাজন জঙ্গি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। দেশটির সাংবিধানিক আদালত প্রেসিডেন্ট হিসেবে মোহামেদ বাজৌমের নির্বাচনকে বৈধ ঘোষণার কয়েক ঘণ্টা পর রোববার পশ্চিমাঞ্চলীয় তাহৌয়া অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। খবর বিডিনিউজের।
বিদায়ী প্রেসিডেন্ট মোহামাদ ইসৌফু হামলা এ ঘটনাটিকে ‘বর্বরোচিত’ আখ্যায়িত করে তিল্লিয়ার ক্ষতিগ্রস্ত সমপ্রদায়গুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ‘এইসব অপরাধের শাস্তি নিশ্চিত করতে সবকিছু করা হচ্ছে,’ নিজের দাপ্তরিক টুইটার একাউন্টের এক পোস্টে বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ৩২.৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন
পরবর্তী নিবন্ধমায়ামি বিচে কারফিউ