নাইক্ষ্যংছড়িতে ৫২ফুট উঁচু বুদ্ধ মূর্তি

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি সদরে ৫২ ফুট উঁচু বুদ্ধ মূর্তি উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি সদরের নাইক্ষ্যংছড়ি প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ভারতের মুম্বাই অজান্তা বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা উপ-সংঘরাজ ধর্মরত্ন মহাথের, নন্দনকানন বৌদ্ধ বিহারের আবাসিক সদ্ধমশ্রী প্রিয়রত্ন মহাথের।

এতে সভাপতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনপ্রিয় মহাথের। আশীর্বাদক ছিলেন নাইক্ষ্যংছড়ি সদরের ধুংরি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আছাবা মহাথের।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত ধর্মপাল মহাথের। আয়োজক ও সমন্বয়ক ছিলেন বিরেন্দ্র বড়ুয়া লেড়ু, তার স্ত্রী মিনু বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধসিইউএফএল’র চার শ্রমিক নেতাকে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন