ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২১ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২৪ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। সেমিনারে ভোক্তা অধিকার আইনের উদ্দেশ্য, জাতিসংঘ স্বীকৃত ভোক্তা অধিকারের বিষয়, অভিযোগের নিয়মাবলী, বাজার তদারকিসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রাজা মিয়া, থানা পুলিশ অফিসার অরুন চাকমা, বাজার পরিচালনা কমিটির সভাপতি ইয়াহিয়া খান মামুন, প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল ও বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর।