বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী হলো বান্দবান জেলার থানচি উপজেলার কোয়াইক্ষ্যং এলাকার রোয়াল রেম বমের কন্যা জেনী বম। সম্প্রতি সে খৃষ্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে। পরে তার নাম রাখা হয় জান্নাতুল মীম (২৪)। সে কক্সবাজারের ঈদগাঁওয়ের টেকপাড়ায় বসবাস করে। তার স্বামীর নাম শাহাব উদ্দিন।
সোমবার (৫ জুলাই) রাতে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউপির ঘোনার পাড়াস্থ রাস্তার উপর থেকে এক নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তার হেফাজত থেকে ৮৭৫ এবং গণনার অযোগ্য সহ প্রায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৩ লাখ সাড়ে ৬৪ হাজার টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।