বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পথে মিয়ানমারের সেনা–বিজিবির ৫ সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, রোববার সাড়ে বারোটার দিকে নাইক্ষ্যংছড়ি ৩৪ বিজিবি আওতাধীন মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার–৪২ হতে আনুমানিক ১.৫ কি.মি.পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া পাড়ায় ৫ জন মিয়ানমারের সেনা–বিজিপির সদস্য সীমান্তের পাড়াবাসীর কাছে আশ্রয় নেন। এদের মধ্যে ৪ জন, মিয়ানমারের বিজিপি সদস্য এবং সেনাবাহিনীর সদস্য একজন। পরবর্তীতে বিজিবি ৩৪ মংজয় পাড়া বিওপির টহল দল তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আটককৃতরা হলেন– কোকো সিন (৩৫), সিও থুই রে (৩৮), অংসেন হতো (২৫), কিওজার লিন (৩২) এবং সেনা সদস্য মিন মিনও (৪১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে অভ্যন্তরীণ সংঘাতে পড়ে প্রাণ বাঁচাতে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর ৫ সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।












