বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শহিদুল ইসলাম প্রকাশ শহিদুল্লাহ (২৮)। তার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের করলিয়া মুরা গ্রামে।
সে স্থানীয় বাসিন্দার মৃত মোহাম্মদ আলীর পুত্র। আজ রোববার সকালে সাড়ে নয়টায় বাইশারী ইউনিয়নের ছয় নাম্বার রাবার প্লট নামকস্থান থেকে লাশ উদ্ধারের এ ঘটনা ঘটে।
নিহতের চাচা শাহাবুদ্দিন বলেন, শনিবার রাত নয়টা পর্যন্ত সে এলাকায় ছিল। হয়ত গভীর রাতে তাকে রাবার বাগানের পাহাড়ের জঙ্গলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। রোববার সকালে রাবার শ্রমিকেরা রাবারের কষ সংগ্রহ করতে যাওয়ার পথে বাগানের চলাচলের পথে পাহাড়ের মাঝখানে লাশ দেখতে পেয়ে বাগানের ম্যানেজারকে জানান।
তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের এবং গুলির চিহ্ন ছিল।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুরুল্লাহ ভূইয়া জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পাহাড়ের জঙ্গল থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।