নাইক্ষ্যংছড়িতে অস্ত্র উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গতরোববার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইউনিয়নের চাক হেডম্যান পাড়ার আলুমং চাকের বাড়িতে ডাকাতদল সোলার চার্জারের ২টি ব্যাটারি, চার্জারসহ মালামাল ডাকাতি করে যাবার সময়ে পাড়াবাসীদের ধাওয়া খেয়ে অস্ত্রশস্ত্র জঙ্গলে ফেলে পালিয়ে যায় ডাকাতদল।

এ ঘটনায় পুলিশের অভিযানে বাইশারী ত্রীমোহনী রাস্তা সংলগ্ন জংগল থেকে ১টি দেশীয় তৈরি এলজি রাইফেল উদ্বার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় একটি দেশীয় অস্ত্র ও সোলার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

অন্যান্য সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শিশু একাডেমিতে আলোচনা ও পুরস্কার বিতরণ