বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্য আনতে গিয়ে ল্যান্ড মাইন বিস্ফোরণে বাংলাদেশী যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আহত যুবকের নাম মো. জুবাইর (২৬)। গতকাল শনিবার রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে।
সীমান্তের বাসিন্দারা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠ সীমান্তে মিয়ানমার থেকে অবৈধ পথে চোরাই পণ্য আনতে গিয়েছিল চোরাকারবারি চক্রের সদস্যরা। এসময় সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের আরাকান আর্মীর পুতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশী যুবকের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবকের নাম মো. জুবাইর (২৬)। সে সদর ইউনিয়নের চেরারমাঠের লম্বামাঠ গ্রামের আবদুল হকের ছেলে। বিস্ফোরণের শব্দ শোনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুল হক জানান, মাইন বিস্ফোরণে এক যুবক আহত হওয়ার খবর পেয়েছেন। শোনেছি চোরাই পন্য আনতে গিয়েছিল আহত জুবাইর।