বর্ষীয়ান রাজনীতিবিদ, চট্টগ্রাম উক্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: মোঃ এখলাস উদ্দীন (৮৫) মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
আজ (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর মেহেদীবাগ ন্যাশানাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল দুলুর বড় ভাই।
মরহুমকে আজ বাদ আছর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ার ঢালা ইউনিয়নের পশ্চিম বহর পুর গ্রামে ২য় নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।