পটিয়া নলান্ধায় ছৈয়দ ভাণ্ডার দরবারে ছৈয়দ এনায়েতুর রহমান আল–মাইজভান্ডারী এবং মায়াজান বিবি ও নুরজাহান বিবি মাদরাসা ও এতিমখানার সালানা জলসা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ছৈয়দ ভাণ্ডার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শাহসূফী ছৈয়দ এনায়েতুর রহমান মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন ইউনুস কোম্পানি, আলীনূর মানিক, আবুল কালাম, শাদমানুল আনোয়ার খান ইভান, চিন্ময় চৌধুরী, নাজিম উদ্দিন, মো. মহিউদ্দিন, মহিউদ্দিন চৌধুরী, ওসমান আলী, জসীম উদ্দিন, শাওন চৌধুরী প্রমুখ। প্রধান বক্তা ছিলেন আবুল কালাম বয়ানী। আলোচনায় অংশ নেন আহমাদুল হক মাইজভাণ্ডারী, নিজাম উদ্দিন চিশতি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।