আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজনে, সমিতির কোষাধ্যক্ষ অসীম কুমার বড়ুয়া অপু’র পৃষ্ঠপোষকতায় আজ ২০ ডিসেম্বর থেকে নরেন্দ্র লাল বড়ুয়া স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট’২০২৪ আবুরখীল অমিতাভ হাই স্কুল মাঠে শুরু হবে। বিকেল ৩ টায় উদ্বোধনী খেলায় শাপলা একাদশ ও সুর্যমূখী একাদশ মুখোমুখি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দীলিপ কুমার বড়ুয়া প্রধান অতিথি এবং আয়োজক সমিতির সিনিয়র সহ–সভাপতি সাজীব বিকাশ বড়ুয়া টুটুল উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু। এক যুক্ত বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক সত্যজিত বড়ুয়া ও ক্রীড়া সম্পাদক উচ্ছ্বাস বড়ুয়া আশু টুর্নামেন্টের উদ্বোধন ও সফল সমাপ্তি‘তে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।