চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো নরেন আবৃত্তি একাডেমির ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন জুলাই গণঅভ্যুত্থান: রক্ত লেখা প্রতিরোধ। সুহাইলা আফরোজ উপস্থাপনায় নরেন আবৃত্তি একাডেমির পরিচালক মিশফাক রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ইস্রাফিল খসরু। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ সেকান্দর, শহীদুল করিম নিন্টু, শহীদুজ্জামান, ছাত্র নেতা রবিউল হোসেন বাবলু। সে সময় ইস্রাফিল খসরু বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি সময় নয়, এটি একটি প্রজন্মের আত্মত্যাগের ইতিহাস। এই ইতিহাস আমরা ভুলতে পারি না, ভুলে যাওয়ার নয়। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমির হ্যাপী চৌধুরী প্রিয়ন্তী দাশ, শিবরাজ দাশ, সুহাইলা আফরোজ, প্রসেনজিৎ বড়ুয়া, কৃষ্ণা বড়ুয়া আজমল নবীন, রুপকথা দাশ, গোলাম রাসুল আশিক, অরিত্রি দাশ সজীব দত্ত, অহনা বিশ্বাস, ধীমান দাশ, শান্তা মজুমদার, ওমর ফারুক, উদাইশা মুনতাহানা ও বোধন আবৃত্তি পরিষদের হাসিবুল ইসলাম শাকিল, জলিল উল্লাহ। নাটক ও কবিতায় উঠে আসে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম, সাঈদ ও মুগ্ধ–সহ তরুণদের আত্মত্যাগ ও শোষণের বিরুদ্ধে দাঁড়াবার সাহসিকতা। ফোক ডান্সের নির্দেশনায় ছিলেন তরুণ চক্রবর্তী। উল্লেখযোগ্য পরিবেশনা ছিল একটি নাটিকা উচ্চারক ফাহিমের নির্দেশনায় যা পরিবেশন করেন জুলাই যোদ্ধা বন্ধুদের দল। যেখানে উঠে আসে আন্দোলনের অন্তরালে তরুণদের সংগ্রাম ও স্বপ্নভঙ্গের গল্প। দলীয় সংগীত পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমির সংগীত শাখার কর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।