নয়াবাজার গীতা মন্দির কমিটির মতবিনিময় সভা

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

আসন্ন দূর্গাপুজা উপলক্ষে ২৫ নং রামপুর ওয়ার্ডের নয়াবাজার গীতা মন্দির কমপ্লেক্সে স্থানীয় প্রশাসন ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মন্দির কমিটির মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন নয়াবাজার আইনশৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও রাজনীতিবিদ আব্দুল গফুর বাবুল।

বিশেষ অতিথি ছিলেন নয়াবাজার আইনশৃঙ্খলা কমিটির সদস্য সচিব মো. শাহজাহান। গীতা মন্দিরের সভাপতি বাদল কান্তি নাথের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর পুজা কমিটির সদস্য ডা. বিজন কান্তি নাথের পরিচালনায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমিরন কান্তি নাথ, দীলিপ কুমার নাথ, প্রদীপ কুমার নাথ, লিটন কুমার নাথ, স্থানীয় সমাজ প্রতিনিধি মো. হাসান, হাফিজুর রহমান মিঠু, সুভাস চন্দ্র নাথ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় পার্টনার ফিল্ড স্কুলে আমন ধানের স্কুলের উদ্বোধন
পরবর্তী নিবন্ধ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিব্যাগ নিষিদ্ধ