নয়াপল্টনেই শান্তিপূর্ণ মহাসমাবেশ হবে : ফখরুল

| শনিবার , ২৮ অক্টোবর, ২০২৩ at ৮:৩০ অপরাহ্ণ

ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসঙ্গে তিনি বলেছেন, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই তারা শনিবারের (আজ) এ মহাসমাবেশ করতে চান। মহাসমাবেশের প্রস্তুতি জানাতে গতকাল শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে নয়া পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন ফখরুল। কার্যালয়ের সামনে তখন ভিড় করে ছিলেন কয়েকশ নেতাকর্মী। তিনি বলেন, আমরা নয়া পল্টনে সমাবেশ করতে চাই। তাদের (ডিএমপি) চিঠির মধ্য দিয়ে এটা আমরা বলেও দিয়েছি। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই মহাসমাবেশ করব। খবর বিডিনিউজের।

তিনি বলেন, আমাদের মহাসমাবেশের উদ্দেশ্যই হচ্ছে যে, সরকারকে এটার (পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা) চাপ দেওয়া এবং বাধ্য করার চেষ্টা করা। সরকার যেন তার সম্বিত ফিরে পায়, শুভবুদ্ধির উদয় হয় এবং তারা এক দফা দাবি মেনে নিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে, নির্বাচনের অনুকূল পরিবেশ নেই।

শনিবার একাধিক জোট ও দলের কর্মসূচি থাকায় বিএনপি কোনো ধরনের সংঘাতের শঙ্কা করছে কিনাএ প্রশ্নে ফখরুল বলেন, আমরা কোনো আশঙ্কা করছি না। আমাদেরটা (মহাসমাবেশ) আমরা করব। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ডিএমপি থেকে এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি। আমরা এখনো আশা করব, এ ব্যাপারে তারা কোনো বাধা সৃষ্টি করবেন না। শনিবার এর মহাসমাবেশ অনুষ্ঠানে সব রকমের বাধাবিপত্তিকে দূর করতে তারা সহযোগিতা করবেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি। যদি সরকার এবং রুলিং পার্টি তারা যদি কোনো রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে তার দায়িত্ব সরকারকে নিতে হবে। আপনারা বলেছেন, সরকারি দল লাঠির কথা বলেছে। এগুলো প্রভোগেশনস, উসকানিমূলক। আসলে পুরো ব্যাপারটাই একটা প্রভোগেশন চলছে। তাদের সরকার প্রধান একরকম বলছে, অন্যদিকে তারা (প্রশাসন) পুরো জনগণকে জিম্মি করে ফেলতে চাইছে তাদের দমননীতি দিয়ে।

দেশের মানুষকে মহাসমাবেশ যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের উদাত্ত আহ্বান, সারা দেশে মানুষের প্রতি, আপনাদের নিজস্ব ভোটের অধিকার আদায় করার জন্য, আপনাদের যে ন্যূনতম অধিকার আছে, সেই অধিকারগুলো যাতে পালন করতে পারেন সেই ধরনের একটা রাষ্ট্র আমরা চাই। সেই রাষ্ট্রের জন্যে বিএনপির পক্ষ থেকে আমাদের আহ্বান, আপনারা আসুন ২৮ অক্টোবর শনিবার আমাদের এই মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিন যে, আর নয়। যথেষ্ট হয়েছে এদেশের মানুষের ওপরে অত্যাচারনির্যাতন করেছ। আপনারা জানেন, অর্থনীতিকে তারা ধবংস করে দিয়েছে, লুটপাট করেছে প্রতিটি ক্ষেত্রে। এখন গোটা রাষ্ট্রকে তারা পুরোপুরিভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

মহাসমাবেশকে কেন্দ্র করে মিথ্যা মামলার অজুহাতে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করছে বিএনপি। ফখরুল বলেন, এখন পর্যন্ত নেতাকর্মীদের নামে মামলা হয়েছে ৪১৮টি, গ্রেপ্তার হয়েছে ৪ হাজার ২০ জন।

ফখরুল বলেন, সমগ্র জাতি যেখানে চাচ্ছে যে এই সরকারকে বিদায় করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনমূল বিষয়টা হচ্ছে যে, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা। তা না হলে এখানে কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না মন্তব্য করেন ফখরুল।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে আরসার টর্চার সেল
পরবর্তী নিবন্ধমরতে হলে মরব, মাঠ ছাড়ব না : কাদের