এসএসসি পরীক্ষার গতকাল প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড়ের কাছাকাছি রেজাল্ট করেছে। যশোর ও রাজশাহী বোর্ড ফলাফলের দিকে সবচেয়ে ভালো করেছে। বরিশাল বোর্ডের অবস্থাও ভালো। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৭ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৮ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, যা গড় রেজাল্টের চেয়ে সামান্য বেশি। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, যা গড় রেজাল্ট থেকে কিছুটা কম।
এছাড়া যশোর বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ০০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।