নভেম্বরে রেমিটেন্স এলো ১৯৩ কোটি ডলার, প্রবৃদ্ধি ২১%

| সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

রেমিটেন্সে ঊর্ধ্বগতির ধারা বজায় রেখে সদ্য সমাপ্ত নভেম্বর শেষে দেশে প্রবাসী আয় এসেছে ১৯৩ কোটি ডলার। আগের বছরের একই মাসের চেয়ে যা ২১ শতাংশ বেশি।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে রেমিটেন্স বেশি এসেছে ৩৩ কোটি ৪৮ লাখ ডলার। ২০২২ সালের নভেম্বর শেষে রেমিটেন্স প্রবাহ ছিল ১৫৯ কোটি ৫১ লাখ ডলার। শুধু একক মাস নয়, চলতি ২০২৩২৪ অর্থবছরের শুরুর ধাক্কা কাটিয়ে জুলাই থেকে নভেম্বর সময়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ বেড়েছে। এই পাঁচ মাসে তারা পাঠিয়েছেন ৮৮১ কোটি ৪৫ লাখ ডলার। খবর বিডিনিউজের।

গত ২০২২২৩ অর্থবছরের এ সময়ে রেমিটেন্স এসেছিল ৮৭৯ কোটি ৩৫ লাখ ডলার। এ হিসাবে আগের অর্থবছরের পাঁচ মাসের তুলনায় এবার রেমিটেন্স বেড়েছে ২ কোটি ১০ লাখ ডলার, প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ।

২০২২২৩ অর্থবছরে রেমিটেন্স এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৭৫ শতাংশ। তবে অর্থবছরের প্রথম মাস শেষেই রেমিটেন্সে বড় ধাক্কা লাগে। গত জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ডলারের পর বৈধ চ্যানেলে আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ১৩৪ কোটি ৩৪ লাখ ডলার রেমিটেন্স আসে।

প্রণোদনা বাড়ানোসহ ডলারের দাম বাড়ায় অক্টোবরে তা ঘুরে দাঁড়ায়। ওই মাসে রেমিটেন্স এসেছিল ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার। আগের বছরের একই মাসের চেয়ে প্রবৃদ্ধি হয়েছিল ৩০ শতাংশ। পরের মাস নভেম্বরে রেমিটেন্স বাড়লেও তা আগের মাস অক্টোবরের চেয়ে চার কোটি ৭৫ লাখ ডলার কম।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে ডলার দর বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রণোদনা বাড়ানো হয়েছে। এতে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা বেড়েছে বলে মনে করছেন ব্যাংকাররা।

এদিকে ৩০ নভেম্বর শেষে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বিপিএম৬ হিসাবে ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার ও বাংলাদেশ ব্যাংকের গ্রস হিসাবে তা ২৫ বিলিয়ন ডলার।

পূর্ববর্তী নিবন্ধবস্তায় আদা চাষে সাফল্য
পরবর্তী নিবন্ধশিক্ষাক্রমে ‘ব্যাঙের লাফ হাঁসের ডাক’ মিথ্যাচার, বলছে এনসিটিবি