শনিবার সাভারে ছবির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে জানিয়ে শুভ গ্লিটজকে জানান, জুনের মধ্যে ছবির ডাবিং শেষ করে নভেম্বরে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি পরিচালনার পাশাপাশি সহ-প্রযোজনায় যুক্ত আছেন শুভ। খবর বিডিনিউজের।
ছবির চিত্রনাট্য ও সংলাপও তার। চলতি বছরের ১৭ জানুয়ারি সাভারে ছবির দৃশ্যধারণ শুরুর পর একুশে বইমেলা, সিলেট, টাঙ্গাইল, এফডিসি ও পদ্মার চরে শুটিং হয়েছে ছবিটির। ছবিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, প্রাণ রায়সহ আরও অনেকে। এর আগে ছোটপর্দায় ‘ব্যাচেলর ডটকম’সহ বেশ কয়েকটি খণ্ডনাটক নির্মাণ করেছেন শুভ। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন তিনি।