নভেম্বরে তফসিল, জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন

বিএনপির জন্য দরজা এখনও খোলা : ইসি আনিছুর

আজাদী ডেস্ক | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। জাতিরও প্রত্যাশা তাই। গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জের সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। খবর বাসস ও বাংলানিউজের।

বর্তমান সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনাএই প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপিকে আমরা অনেকবার ডেকেছি। তাদের জন্য আমাদের দরজা এখনও খোলা রয়েছে। তারা যদি আসতে চায় আমরা তাদের সাধুবাদ জানাব। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এটাই কমিশনের প্রত্যাশা।

নির্বাচন নিয়ে দ্বন্দ্ব ও দাবির বিষয়ে আনিছুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিষয়গুলোর সমাধান করবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আমরা সংবিধানের গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন দেব। তিনি বলেন, সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে কিনা তা রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এর সঙ্গে নির্বাচন কমিশন তথা আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

পরে তিনি কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলাউপজেলা নির্বাচন অফিসারের অংশগ্রহণে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শনে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা নির্বাচন অফিসার মো. আশ্রাফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রায় প্রতিটি অপরাধে উঠে আসছে কিশোরদের নাম
পরবর্তী নিবন্ধবন্দরের আয়ের একটি অংশ সিটি কর্পোরেশনের পাওয়া উচিত