নবীনদের চবি উপাচার্যের বাংলো-শিক্ষক ক্লাবে প্রতীকী সিট বরাদ্দ দিল শিবির

সাত দাবিতে ১০ দিনের কর্মসূচি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ জুলাই, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

দ্রুত চাকসু নির্বাচন কার্যকর, সেশনজট নিরসন, শতভাগ আবাসন নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবির। এ উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচির প্রথমদিন তীব্র আবাসন সংকটের অভিনব প্রতিবাদ হিসেবে ‘প্রতীকী সিট বণ্টন’ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রশিবির। তারই অংশ হিসেবে ২০২৪২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের মাঝে প্রতীকী সিট বণ্টন করেছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার দুপুরে চবির বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় চবি ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ পারভেজ আইসিটি সেলের পরিচালক ও ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব প্রভোস্ট হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেন। পরে তারা নবীন শিক্ষার্থীদের মাঝে উপাচার্যের বাংলো ও শিক্ষক ক্লাবে সিট বরাদ্দ দেন।

চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, আজ (মঙ্গলবার) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একজন নবীন শিক্ষার্থীকেও আবাসন সুবিধা দিতে পারেনি। এটা শুধু এ বছর নয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কখনোই কর্তৃপক্ষ নবীনদের মাঝে আসন বণ্টনের উপযোগী পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, দূরদূরান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে সময় কাটায়। তারা জানে না কোথায় থাকবে বা আদৌ বাসা পাবে কিনা।

কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই, কোনো উদ্যোগ নেই। দেশের সর্ববৃহৎ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হয়েও প্রতিষ্ঠার ৬০ বছরেও শতভাগ আবাসন ব্যবস্থা করতে না পারার প্রতিবাদ হিসেবে আমরা ‘প্রতিকী সিট বণ্টন’ কর্মসূচি পালন করছি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাটে মোবাইল কোর্টের অভিযান ৬ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কোন বৈষম্য থাকবে না : মোস্তাফিজুর রহমান