নবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ১৯ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতার বিষয়সমূহ হচ্ছে –দেশের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, ছড়া গান, আধুনিক গান, সাধারণ নৃত্য, লোক নৃত্য, আবৃত্তি (নির্ধারিত) ও চিত্রাঙ্কন (ইচ্ছে মতো)। বিভাগ বিন্যাস ‘ক’ বয়সসীমা ১০ বছর (৩য় থেকে ৫ম শ্রেণী), বিভাগ ‘খ’ বয়স সীমা ১৪ বছর (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী), কিশোর বিভাগের বয়সসীমা ১৬ বছর (৯ম ও ১০ম শ্রেণী। সংগঠনের কার্যালয় ২৭, কে বি আবদুস সাত্তার সড়ক, রহমতগঞ্জ –এ ঠিকানায় যোগাযোগ করে প্রতিদিন বেলা ১২ টা ১–৩০ মিনিট ও বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আবেদনপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











