নবীন মেলার জরুরি সভা

| শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

নবীন মেলার এক জরুরি সভা গত ১৫ নভেম্বর মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আজীম শরীফ রওশন আরা ফাউন্ডেশন এর সৌজন্যে টেবিল টেনিস টুর্নামেন্ট পরিচালনার জন্য উপকমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, সিনিয়র সহসভাপতি নাছির উদ্দীন, সহসভাপতি অধ্যাপক সনজীব কুমার সেন, স্থায়ী পরিষদ সদস্য এ এন এম শফিউল আজিম মন্টি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ চৌধুরী আকাশ ও সহক্রীড়া সম্পাদক আফরাজ আলম।

সভায় সর্বসম্মতিক্রমে আজীম শরীফ রওশন আরা ফাউন্ডেশনের সৌজন্যে টেবিল টেনিস টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে হারুন রশীদ ও বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে জয়দীপ চৌধুরী আকাশকে মনোনীত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনৌঅঞ্চলসমূহে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত
পরবর্তী নিবন্ধত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের কাছে হারল শ্রীলংকা